Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

ভৌগলিক পরিচিতিঃ

                  

বকশীগঞ্জ উপজেলার  ভৌগলিক পরিচিতি :

   বকশীগঞ্জ জামালপুর জেলার সর্ব কনিষ্ঠ উপজেলা হিসাবে পরিচিত । জেলা সদর থেকে ৩৪ কিলোমিটার দূরে সোজা উত্তর প্রান্তে দেশের শেষ সীমান্তে নয়নাভিরাম গাড়ো পাহাড়ের গাছ গাছালী ওসবুজের সমারোহে পরিবেষ্টিত বাগানের গা ঘেসে এ উপজেলা অবস্থিত । এর ভৌগলিক পরিচিতি : উত্তরে মেঘালয় রাজ্য , পূর্বে  শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা , দক্ষিনে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা , পশ্চিমে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা । বকশীগঞ্জ উপজেলার আয়তন ২০৪.৩০ বর্গ কিলো মিটার অথবা ৭৮.৪৪ বর্গ মাইল । ২৫.০০৬ ডিগ্রী থেকে ২৫.১৮  ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৮৯.৪৭ ডিগ্রী থেকে ৮৯.৫৭ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে বকশীগঞ্জ উপজেলা অবস্থিত । এখানকার জলবায়ু উঞ্ষ , আদ্র ওনাতিশীতোঞ্ষ এবং স্বাস্থ্য সম্মত ওকৃষি উপযোগী

 

 বকশীগঞ্জ ,  ০৭ টি ইউনিয়ন, ০৩ টি থানা,  ১৭৮ টি মৌজা, ৩০৫ টি গ্রাম নিয়ে গঠিত।