উপজেলা প্রশাসন, বকশীগঞ্জ এর উদ্যোগে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে জনাব মো: মোস্তফা কামাল, চেয়ারম্যান, ধানুয়াকামালপুর ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে বাল্য /শিশু বিবাহ প্রতিরোধ এর লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্গিস পরভীন, উপজেলা নির্বহী অফিসার, বকশীগঞ্জ, জামালপুর। সভায় আরোও উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, কাজী, শিক্ষক, ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আনছার ভিডিপি, গ্রাম পুলিশ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।সভার প্রধান অতিথি মহোদয় উপস্থিত সকলকে বাল্য/ শিশু বিবাহ ধানুয়াকামালপুর ইউনিয়নে যাতেকরে না হয় সে বিষয়ে শপথ পাঠ করান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস