Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বকশীগঞ্জ উপজেলার ১৪২২ সনের হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি।
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

বকশীগঞ্জ, জামালপুর ।


স্মারক নং ০৫.৩০.৩৯০৭.০০১.০৬.০০১.১৫-113                                                                                          তারিখ 09 -০২-২০১৫ খ্রিঃ।

হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি

 

 

                এতদ্ধারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলাধীন  বিভিন্ন হাট-বাজার আগামী  ০১ বৈশাখ হতে ৩০ চৈত্র ১৪২২ বাংলা সনের ১ (এক) বছর মেয়াদে নিম্ন বর্ণিত শর্তসাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভাবে ইজারা প্রদানের নিমিত্ত প্রকৃত ইজারা ব্যবসায়ীদের নিকট হইতে নিম্নোক্ত "ছক" মোতাবেক (নিজস্ব) সিল মোহরকৃত সিলগালা যুক্ত খামে দরপত্র আহবান করা যাচ্ছে ।

বকশীগঞ্জ উপজেলার হাট-বাজারের তালিকা:

 

ক্রমিক নং

হাট-বাজারের নাম

ইউপি'র নাম

সরকারি মূল্য

দরপত্রের মূল্য(অফেরৎযোগ্য)

০১

সূর্য্যনগর হাট-বাজার

বকশীগঞ্জ

৩৩,৮২,৮৩৩/৩৩

৭৪০০/-

০২

বাট্রাজোড় নতুন হাট-বাজার

বাট্টাজোড়

৩,৯২,৬৯৬/৬৬

১৪০০/-

০৩

বাট্রাজোড় জিন্নাহ বাজার

বাট্টাজোড়

১৫,৭৩৩/৩৩

৫০০/-

০৪

সারমারা হাট-বাজার

বগারচর

৪,৯৫,৪৭৮/-

১৬০০/-

০৫

ধানুয়া কামালপুর হাট-বাজার

ধানুয়া কামালপুর

৮৮,৭১১/-

৫০০/-

০৬

জব্বারগঞ্জ হাট-বাজার

মেরুরচর

১,৩৯,৮৩৩/৩৩

১০০০/-

০৭

নিলক্ষিয়া হাট-বাজার

নিলাক্ষিয়া

১,১২,১৬৬/৬৬

১০০০/-

০৮

লাউচাপড়া  হাট-বাজার

ধানুয়া কামালপুর

১৭,৩৬৬/৬৬

৫০০/-

০৯

দাসের হাট-বাজার

সাধুরপাড়া

৭,৫৮৩/-

৫০০/-

১০

ডেরুর বিল আর্চ্চাকান্দি

সাধুরপাড়া

১২,০০০/-

৫০০/-

 

বিবরণ

দরপত্র বিক্রয়ের শেষ তারিখ

দরপত্র দাখিলের তারিখ ও সময়

দরপত্র বাক্স খোলার তারিখ,সময় স্থান

দরপত্র বিক্রয়ের স্থান

দরপত্র দাখিলের স্থান

মন্তব্য

১ম বার

২৪-০২-২০১৫ খ্রি: তারিখ রোজ ম½লবার অফিস চলাকালীন সময় পর্যন্ত

২৫-০২-২০১৫ খ্রি: রোজ বুধবার বেলা ২.০০ ঘটিকা পর্যন্ত

২৫-০২-২০১৫ খ্রি: রোজ বুধবার বেলা ৩.০০ ঘটিকায় দরপত্রদাতাদের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন) খোলা হবে।

(১) জেলা প্রশাসকের কার্যালয়,জামালপুর।

(২) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বকশীগঞ্জ,জামালপুর।

(৩)  উপজেলা ভূমি

     অফিস  বকশীগঞ্জ

     জামালপুর।

(৪) অফিসার ইনচার্জ

 বকশীগঞ্জ থানা,বকশীগঞ্জ

(৫) সোনালী ব্যাংক বকশীগঞ্জ শাখা,জামালপুর

(১) জেলা প্রশাসকের কার্যালয়,জামালপুর।

(২) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বকশীগঞ্জ,জামালপুর।

(৩) )  উপজেলা ভূমি অফিস  বকশীগঞ্জ জামালপুর।

 

উল্লিখিত তারিখ অনুযায়ী পর্যায় ক্রমে দরপত্র আহবান অব্যাহত থাকবে।

তবে যে কোন বার দরপত্র অনুমোদিত হলে পরবর্তী দরপত্র সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত বলে গণ্য হবে।

২য় বার

০১-০৩-২০১৫ খ্রি: তারিখ রোজ রবিবার অফিস চলাকালীন সময় পর্যন্ত

০২-০৩-২০১৫ খ্রি: রোজ সোমবার বেলা

২.০০ ঘটিকা পর্যন্ত

০২-০৩-২০১৫ খ্রি: রোজ সোমবার বেলা ৩.০০ ঘটিকায় দরপত্রদাতাদের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন) খোলা হবে।

৩য় বার

০৮-০৩-২০১৫ খ্রি: তারিখ রোজ রবিবার অফিস চলাকালীন সময় পর্যন্ত

০৯-০৩-২০১৫ খ্রি: রোজ সোমবার বেলা

 ২.০০ ঘটিকা পর্যন্ত

০৯-০৩-২০১৫ খ্রি: রোজ সোমবার বেলা ৩.০০ ঘটিকায় দরপত্রদাতাদের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন) খোলা হবে।

 

            দরপত্র দাতাকে উদ্ধৃত মূল্যের ৩০%(শতকরা ত্রিশ ভাগ) অর্থব্যাংক হতে ব্যাংক ড্রাফট/পে-অডার এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার,বকশীগঞ্জ বরাবর জমা দিতে হবে। অন্যথায় দরপত্র বাতিল বলে গণ্য হবে। উক্ত টাকা হতে ২৫% অর্থ ইজারা মূল্যোর সাথে সমন্বয় করা হবে এবং বাকী ৫% অর্থ জামানত হিসেবে সংরক্ষিত থাকবে। ইজারা গ্রহিতা নিয়মিত হাট-বাজার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবন্থা গ্রহণ না করলে বা কোন ক্ষতি সাধন করলে উক্ত জামানত হতে তাহা মিটানো হবে। বৎসর সমাপনান্তে অব্যবহৃত  টাকা জমাকারীর বরাবর ফেরৎ দেয়া হবে। দরপত্র অনুমোদিত 03(তিন) কার্যদিবসের মধ্যে অনুমোদিত দর দাতাকে জানানো হবে। গৃহিত দরপত্র দাতা অবহিত হওয়ার ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে ইজারার অবশিষ্ট ৭৫% জাতীয় রাজস্ব বোর্ডের ১৫% ভ্যাট ও ৫% আয়কর জমা দিতে হবে। অন্যথায়  তাহার দরপত্র বাতিল বলে গণ্য হবে ও জামানত বাজেয়াপ্ত হবে। দরপত্র দাখিলের দিন কোন প্রকার দরপত্র বিক্রয় হবে না। উল্লেখ্য প্রথম বারে ইজারা মূল্য সন্তোষজনক না হলে পর্যায়ক্রমে টেন্ডারের সন্তোষজনক দর না পাওয়া পর্যন্ত উল্লিখিত দিন তারিখ সমূহে ইজারা কার্যক্রম  পরিচালিত হবে। এ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,বকশীগঞ্জ,জামালপুর হতে অফিস চলাকালীন সময়ের মধ্যে জানা যাবে।

                কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

                                                                                                                                                       ( নার্গিস পারভীন)

                                                                                                                                                      উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                                                                        বকশীগঞ্জ, জামালপুর।

                                                                                                                                                          ফোন: ০৯৮২২-৫৬০০১

                                                                                                                                          ই-মেইল-unobakshiganj@mopa.gov.bd

ডাউনলোড