Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বকশীগঞ্জ উপজেলার পটভূমি

বকশীগঞ্জ উপজেলার পটভূমি :

 

          বকশীগঞ্জ একটি প্রাচীন ও ঐতিহাসিক জনপদের নাম । তবে বকশীগঞ্জ নামকরনটি নিয়ে রয়েছে নানান মতভেদ । এ সম্পর্কে বকশীগঞ্জ  কিয়ামত উল্লাহ কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মমতাজ উদ্দিন নাদের এবং অধ্যাপক তোফাজ্জল হোসেন কর্তৃক বকশীগঞ্জ উপজেলা স্মরনিকার ৪৪-৪৫ নং পৃষ্ঠায় প্রকাশিত এক প্রবন্ধে উল্যেখ করেছেন “কেউ কেউ বলেন অনেক অনেক দিন আগে এখানে নাকি “বকশী”নামে অলেৌকিক ক্ষমতা সম্পন্ন এ মুসলিম ফকির ছিলেন । তাকে কেন্দ্র করে একটি খনকা বা আস্তানা গড়ে উঠে ; আর এই আস্তানাকে কেন্দ্র করেই ধীরে ধীরে গড়ে উঠে একটি ছোট হাট । সেই অলেৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির নাম অনুসারে এর নাম হয় বকশীর হাট । কালের বিবর্তনে অতীতের বকশীর হাট বর্তমানে “বকশীগঞ্জ”নামে পরিচিত ।“১৯৮২ ইং সালের ৩০ শে এপ্রিলের আগ পর্যন্ত বকশীগঞ্জ একটি ইউনিয়ন ছিল । ১৯৮২ ইং সালের ৩০ শে এপ্রিল দেোয়ানগঞ্জ থানা থেকে ০৫ টি  এবং শ্রীবরদী থানা থেকে ০২ টি  ইউনিয়ন নিয়ে মোট ০৭ টি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে অপরাহ্নে ঘোষনার মাধ্যমে বকশীগঞ্জ “ইউনিয়ন”থেকে বকশীগঞ্জ “থানা”  উন্নীত করা হয় । এর ঠিক ১৭ ( সতের ) মাসের মাথায় অর্থাৎ ১৯৮৩ইং সালের ১৪ই সেপ্টম্বর  বকশীগঞ্জ থানা কে “বকশীগঞ্জ উপজেলায়”উন্নীত করা হয় ।