Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

 

 

বকশিগঞ্জ উপজেলার অবস্থান, নামকরণ ও পরিচিত

 

বস্থানঃ বকশিগঞ্জ জামালপুর জেলার একটি সর্বকনিষ্ঠ উপজেলা। জেলাসদর থেকে ৩৪ কিঃ মিঃ দুরে সোজা উত্তর প্রান্তে দেশের শেষ সীমান্ত নয়নাভিরাম গারো পাহাড়ের  গাছ-গাছালি ও সবুজের সমারোহে পরিবেষ্টিত বাগানের গা ঘেষে এ উপজেলা অবস্থিত।এর ভৌগলিক সীমানা উত্তরে মেঘালয় প্রদেশ পূর্বে শ্রীবরদী উপঝজলা,দক্ষিণে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা এবং পশ্চিমে দেওয়ানগঞ্জ উপজেলা। আয়োতন-২০৪.৩০ বর্গ কিঃ মিঃ এবং ৭৮.৪৪ বর্গমাইল। তাছাড়া ২৫,০০৬ উত্তর থেকে ২৫.১৮ উত্তর অক্ষাংশে এবং ৮৯.৪৭ থেকে ৮৯.৫৭ পূর্ব দ্রাঘিমাংশ-এ বকশীগঞ্জ উপজেলা অবস্থান। এখানকার জলুবায়ূ ,উষ্ণ, আদ্র ও নাতিশীতষ্ণ এবং স্বাস্থ্য সম্মত ও কৃষি উপযোগী।উপজেলা সদরসহ ইউনিয়ন পরিষদের সংখ্যা ০৭টি, মৌজা ২৫ টি,গ্রামরে সংখ্যা ১৯৬টি, লোকসংখ্যা ১,৭৭,৮৮০জন। মুসলিম এবং হিন্দু প্রধান এলাকা হলেও এদর মধ্যে ০.৫০ জন উপজাতীয়  সম্প্রদায় বাস করেন।১৯৮২ সালের ৩০ শে এপ্রিল  আনুষ্ঠানিক ভাবে থানা  ঘোষনা হওয়ার আগ পর্যন্ত বকশীগঞ্জ দেওয়াগঞ্জ থানাধীন একটি ইউনিয়ন হিসোবে পরিছি ছিলো। ১৯৮২ সালে ৩০ শে এপ্রিল দেওয়াগঞ্জ থেকে ০৫টি ও শ্রীবরদী হতে ০২টি মোট সাতটি ইউপি এর সমন্বয়ে অপরাহ্নে আনুষ্ঠানিক ঘোষনার মাধ্যমে  বকশীগঞ্জ ইউপি বকশীগঞ্জ থানায় উন্নীত হয়। এর ঠিক ১৭ মাসের মাথায় ১৯৮৩ সাল-এর ১৪ই সেপ্টেম্বর বকশীগঞ্জ থানা, উপজেলায় উন্নীত হয়।