Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বকশিগঞ্জ থানা
বিস্তারিত

১৯৮২ সালের ৩০ এপ্রিল সাতটি ইউনিয়ন নিয়ে বকশীগঞ্জ থানা করা হয়। ১৯৮৩ সালের ১৪ সেপ্টেন্বর বকশীগঞ্জ থানাকে “বকশীগঞ্জ উপজেলা” উন্নীত করা হয়েছে। ০৫ ফেব্রুয়ারি ২০১৩ সালে ২০.৮০ বর্গ কিলো মিটার নিয়ে বকশীগঞ্জ পৌরসভা উন্নতি করা হয়েছে।

বকশীগঞ্জ একটি প্রাচীন ও ঐতিহাসিক জনপদের নাম। তবে বকশীগঞ্জ নামকরণ নিয়ে রয়েছে নানান মতভেদ। তবে বকশীগঞ্জ আদি নাম রাজেন্দ্রগঞ্জ। এখনো দলিলপত্রে রাজেন্দ্রগঞ্জ মৌজা। বকশীগঞ্জ নামকরণ নিয়ে স্মরনিকার নামে একটি জার্নালে ৪৪-৪৫ পৃষ্ঠায় প্রকাশিত এক প্রবন্ধে অধ্যাপক আফসার আলীর লেখায় উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বলেন শত বছর আগে এখানে “বকশী” নামে এক মুসলিম ফকির ছিলেন। তাকে কেন্দ্র করে একটি খনকা বা আস্তানা গড়ে উঠে। এই আস্তানাকে থেকে হয়ে উঠে একটি হাট। সেই ব্যক্তির নাম অনুসারে নাম হয় বকশীর হাট। কালের বিবর্তনে বকশীর হাট থেকে বর্তমানে “বকশীগঞ্জ” নামে রূপান্তরিত হয়।