Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঋণ প্রাপ্তি

ঋণ প্রদানঃ ঋণের ধরন ও ঋণ পাবার যোগ্যতাঃ ক) অপ্রাতিষ্ঠানিকঃ প্রার্থীকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণের পরিমানঃ ২০০০০-৪০০০০/= । সার্ভিস চার্জঃ ১০% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ মাসিক । পরিশোধের মেয়াদঃ ০২ বছর । গ্রেস পিরিয়ডঃ ০৩ মাস । জামানতঃ জামিনদারের জমির মূল দলিল/দলীলের সার্টিফায়েড কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয় । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ আবেদন ফর্ম--১০/=মাত্র । ঋণের চুক্তিপত্রের জন্য ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ঋণীকেই সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস । খ) প্রাতিষ্ঠানিকঃ প্রার্থীকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণের পরিমানঃ ৪০০০০-৭৫০০০/= । সার্ভিস চার্জঃ ১০% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ মাসিক । পরিশোধের মেয়াদঃ ০২ বছর । গ্রেস পিরিয়ডঃ ০৩ মাস । জামানতঃ জামিনদারের জমির মূল দলিল/দলীলের সার্টিফায়েড কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয় । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ আবেদন ফর্ম--১০/=মাত্র । ঋণের চুক্তিপত্রের জন্য ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ঋণীকেই সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস । কিভাবে সেবা পাবেন প্রশিক্ষনের জন্য উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ে যোগাযোগ করে প্রশিক্ষন সহযোগিতা পাওযা যেতে পারে। যে সমস্ত প্রশিক্ষিত যুব/যুব মহিলা আত্নকর্ম সংস্থানে নিয়োজিত হয়ে প্রকল্প গ্রহন করেছেন তারা যুব উন্নয়ন অফিসার বরাবর সাদা কাগজে আবেদন করে যুবঋন সহযোগিতা পেতে পারেন।